ঘাটাইলে আন্তর্জাতিক নারী দিবস পালিত

ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ০৭:৪৬ পিএম, বৃহস্পতিবার, ৮ মার্চ ২০১৮ | ৪৭৪
টাঙ্গাইলের ঘাটাইলে পালিত হয়েছে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে গতকাল বৃহস্পতিবার সকাল ১০টার দিকে ঘাটাইল উপজেলা পরিষদ থেকে এক বর্নাঢ্য র‌্যালী বের করা হয়। 
 
র‌্যালীতে বিভিন্ন নারী সংগঠনের নারী নেত্রিসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও উপস্থিত ছিলেন। র‌্যালীটি উপজেলা চত্বরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ঐ একই স্থানে গিয়ে সমাপ্ত হয়। তারপর উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
 
আলোচনা সভায় অংশ নেন উপজেলা চেয়ারম্যান নজরুল ইসলাম খান (সামু), বিআরডিবির চেয়ারম্যান শহিদুল ইসলাম লেবু, সহকারি কমিশনার(ভূমি) আম্বিয়া সুলতানা, জিবিজি বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ শামসুল আলম মনি সহ প্রমুখ ৷
 
এম.এস.এস.সৌরভ/এইচএইচ