ইউরিয়া সাশ্রয়ী উপাদান, নেব পণ্য ব্যবহারে মাঠদিবস অনুষ্ঠিত
টাঙ্গাইলের নাগরপুরে কৃষকদের মাঠদিবস অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৭ মার্চ) নাগরপুরের মুকনা ইউনিয়নের আগদিঘুলিয়ায় এসিআই ফার্টিলাইজারে উদ্যেগে ইউরিয়া সাশ্রয়ী উপাদান, নেব পন্য ব্যবহারে মাঠদিবস অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাগরপুর উপজেলা কৃষি অফিসার বি এম রাশেদুল আলম।
মুকনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতোয়ার রহমানের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসিআই ফার্টিলাইজারে এরিয়া ম্যানেজার আবু বক্কর মুহাম্মাদ ফুয়াদ, কৃষি সম্প্রসারণ অফিসার ইমরান হোসাইন, মুকনা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান, স্থানীয় এসিআই ফার্টিলাইজারে ডিলার আনোয়ার হোসেন সহ সকল উপ সহকারি কৃষি অফিসারবৃন্দ।
এসময় মাঠদিবস অনুষ্ঠানে অতিথিরা বলেন, নেব একটি ইউরিয়া সাশ্রয়ী উপাদান যা ইউরিয়া সারের সাথে ব্যবহার করতে হয় । নেব ব্যবহারে ইউরিয়া সার ৫০ ভাগ কম লাগে এবং ৩০ ভাগ খরচ সাশ্রয়ী হয়। এই নেব সকল ধরনের ফসলে ইউরিয়া সারের সাথে ব্যবহার করা যাবে।
