চকরিয়ায় জাতীয় পাট দিবসের র‌্যালী ও আলোচনা সভা

জুনাইদ উদ্দিন
প্রকাশিত: ১১:০১ এএম, বুধবার, ৭ মার্চ ২০১৮ | ৪৫৩
সোনালী আঁশের সোনার দেশ পাটপণ্যের বাংলাদেশ’ স্লোগানকে সামনে নিয়ে কক্সবাজারের চকরিয়ায় জাতীয় পাট দিবসের র‌্যালী ও আলোচনা সভা অনুষ্টিত হয়েছে।
 
চকরিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে দিবসকে ঘিরে মঙ্গলবার (৬মার্চ) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে র‌্যালী বের করা হয়। র‌্যালী শেষে উপজেলা পরিষদে গিয়ে শেষ হয়।
 
পরে চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরউদ্দিন মুহাম্মদ শিবলী নোমানের সভাপতিত্বে অনুষ্টিত হয় আলোচনা সভা। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ জাফর আলম।
 
সভায় অতিথি চকরিয়া উপজেলা চেয়ারম্যান জাফর আলম তার বক্তব্যে বলেন,সোনালী আঁশ খ্যাত পাট বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ন অর্থকরী ফসল।  পাটের সাথে বাংলাদেশের ইতিহাস ও ঐতিহ্য গভীরভাবে জড়িয়ে রয়েছে। বর্তমান সরকার কৃষি বান্ধব সরকার। সোনালী আঁশ পাট শিল্পের পুরানো ঐতিহ্যকে ফিরিয়ে আনতে সরকার কৃষকদের সার্বিক সহযোগীতা করে আসছে।তিনি আরো বলেন পাট জাতের সার্বিক উন্নয়নে সরকার পাট আইন ২০১৭ প্রনয়ন করেছে।দেশের গন্তব্য পেরিয়ে পন্য পরিবহন সহ সকল প্রকার প্যাকেজিংয়ে পাট একটি গুরুত্বপূর্ন অবদান রেখে যাচ্ছে।
 
তিনি আরো বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্ব-পরিবারের হত্যার পর পাট শিল্পখাতকে ধ্বংস করে দেয়া হয়েছিল। রাষ্ট্রায়ত্ব পাটকতলগুলো বন্ধ করে দেয়া হয়। বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা ১৯৯৬ সালে ক্ষমতায় আসার পর পাটখাতের উন্নয়নে সরকার মনোযোগী হয়।২০১৬ সালে পাটখাতকে শিল্প হিসেবে ঘোষণা করা হয়। বর্তমানে আওয়ামীলীগ সভানেত্রী শেখ হাসিনার সফল নেতৃত্বে সরকার দেশের সার্বিক উন্নয়ন ও জনগনের কল্যানে সুদিন ফেরাতে নিরলশভাবে কাজ করে যাচ্ছে। 
 
উক্ত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে রাখেন-চকরিয়া উপজেলা পরিষদের মহিলা ভাইস-চেয়ারম্যান সাফিয়া বেগম শম্পা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খোন্দকার ইখতিয়ার উদ্দিন মো.আরাফাত, চকরিয়া পৌরসভার মেয়র আলমগীর চৌধুরী, জেলা আওয়ামী লীগের সদস্য আমিনুর রশিদ দুলাল, উপজেলা ভেটেরিনারি সার্জন ডা: ফেরদৌসী আকতার দিপ্তী, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হাবিবা জাহান প্রমুখ। এ ছাড়াও উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
 
চকরিয়ায় জাতীয় পাট দিবসের আলোচনা সভার আগে র‌্যালীতে নেতৃত্ব দিচ্ছেন উপজেলা চেয়ারম্যান জাফর আলম