সময় এখন নারীর প্রতিপাদ্য বিষয়ে সাপাহারে মানববন্ধন

সাপাহার (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশিত: ০৫:৫৪ পিএম, মঙ্গলবার, ৬ মার্চ ২০১৮ | ৫৮০

“সময় এখন নারীর: উন্নয়নে তারা বদলে যাচ্ছে গ্রাম-শহরে কর্ম-জীবন ধারা” এই স্লোগানকে সামনে রেখে নওগাঁর সাপাহারে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা প্রশাসনের সহযোগীতায় ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে মঙ্গলবার বেলা ১১টায় প্রায় ঘন্টাকাল ব্যাপী জিরো পয়েন্টে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধন চলাকালে বক্তব্য প্রদান করেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব শামসুল আলম শাহ চৌধুরী, নির্বাহী অফিসার (ইউএনও) কল্যাণ চৌধুরী, ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল ওয়াহেদ, মহিলা বিষয়ক অফিসার সুলতান মাহমুদ প্রমুখ।

এ সময় সেখানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের অফিসার, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী সহ অনেকেই উপস্থিত ছিলেন