নাগরপুরে জাতীয় পাট দিবস পালিত


‘সোনালি আঁশের সোনার দেশ, পাট পণ্যের বাংলাদেশ’ এ শ্লোগানকে সামনে নিয়ে টাঙ্গাইলের নাগরপুরে জাতীয় পাট দিবস ২০১৮ পালিত হয়েছে।
এ উপলক্ষে মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। র্যালিটি উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে উপজেলা শহরের গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আসমা শাহীনের সভাপতিত্বে এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাবরিন চৌধুরী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রফিজ উদ্দিন, যুব উন্নয়ন কর্মকর্তা মাহবুব আলম, প্রাথমিক শিক্ষা অফিসার খোরশেদ আলম প্রমূখ।
আলোচনা সভায় বক্তারা পরিবেশ বান্ধব ফসল হিসেবে পাটের গুরুত্ব বিবেচনা, পাট চাষে কৃষকদের আগ্রহ সৃষ্টি, দেশীয় ও আর্ন্তজাতিক বাজারে পাট ও পাট পণ্যের ব্যাবহার বৃদ্ধি ও সোনালি আঁশের উজ্জল সম্ভবনা নিয়ে আলোচনা করে। এ সময় উপজেলার বিভিন্ন অধিদপ্তরের কর্মকর্তা, কর্মচারীসহ এলাকার বিভিন্ন স্তরের ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।