ঘাটাইলে কবি মিলন মেলা ও কবিতা উৎসব অনুষ্ঠিত

ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ০৫:৩৪ পিএম, শনিবার, ৩ মার্চ ২০১৮ | ৫৭০
টাঙ্গাইলের ঘাটাইলে বিশিষ্ট কবি মতিয়ারা মুক্তার আয়োজনে কবি মিলন মেলা কবিতা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে ৷
 
গত ২রা মার্চ (শুক্রুবার) সকাল ৯টায় কবি মতিয়ারা মুক্তার শালিয়াবহ নিজ গ্রামে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় ৷ মনোমুগ্ধকর পরিবেশে অনুষ্ঠানটি উদ্বোধন করেন, বীরমুক্তিযোদ্ধা আলম তালুকদার ৷
 
ঐতিহ্যবাহী সরকারি সাদ'ত কলেজের চর্যা গবেষক প্রফেসার আলীম মাহমুদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ টেলিভিশনের বার্তা পরিচালক কবি নাসির আহমেদ ৷
 
সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (অফিসার ইনচার্জ) মহিউদ্দিন (পিপিএম) ও টাঙ্গাইল জেলা আইন বিষয়ক সম্পাদক এস আকবর খান ৷
 
মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, প্রাকৃতজ শামীমরুমী টিটন ৷ এবং স্বাগত বক্তব্য প্রদান করেন, সাদা মনের মানুষ চাষা আব্দুল আজিজ কোম্পানী ৷
 
অনুষ্ঠানের প্রত্যেক অতিথির মাঝে চারাগাছ বিতরন করেন কবি মতিয়ারা মুক্তা (মাটির মা) ৷