আজিজনগরে বিপুল পরিমাণ চোলাই মদসহ গ্রেফতার-১


বিপুল পরিমাণ চোলাই মদ সহ এক মাদক ব্যবসায়িকে গ্রেফতার করেছে র্যাব। ২৮ ফেব্রুয়ারি সকাল দশটায় লামা উপজেলার আজিজনগর এলাকার চাম্বী বাজার এলাকায় অভিযান চালানো হয়।
র্যাব-৭, চট্টগ্রাম গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, একটি সংঘবদ্ধ মাদক ব্যবসায়ী চক্র বান্দরবান জেলার লামা থানাধীন আজিজনগর এলাকায় দেশীয় মদ উৎপাদন, মজুদ এবং ক্রয়-বিক্রয় করে আসছে। উক্ত সংবাদের ভিত্তিতে ২৮ ফেব্রুয়ারি মেজর মোঃ রুহুল আমিন এর নেতৃত্বে র্যাব-৭ এর একটি আভিযানিক দল বর্ণিত স্থানে অভিযান পরিচালনা করে।লামা আজিজনগর মুমবুরী মার্মার পুত্র বাসেং মার্মা আটক করে।
পরবর্তীতে গ্রেফতারকৃত আসামীর দেয়া তথ্যের ভিত্তিতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে গ্রামের অভ্যন্তরে অভিযান পরিচালনা করে ড্রাম, বালতি, পাতিল, মাটির নিচে ড্রামে, প্লাষ্টিকের জারিকেন, কন্টিনারে বিভিন্ন স্থানে সুকৌশলে লুকানো অবস্থায় ৮৫ হাজার ৪২০ লিটার দেশীয় তৈরি চোলাই মদ উদ্ধার করা হয়।
এসময় জেলা প্রশাসকের নিবার্হী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার মোঃ রেদুয়ানুল আলম এর উপস্থিতিতে উদ্ধারকৃত ৮৫ হাজার ৪০০ লিটার দেশীয় তৈরী চোলাই মদ ধ্বংস করা হয়। উদ্ধারকৃত চোলাই মদের আনুমানিক মূল্য ৪ কোটি ২৭ লক্ষ ১০ হাজার টাকা। আটককৃত আসামী’কে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।