২০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি

টাঙ্গাইলে ঝড়ে লন্ডভন্ড কুমুদিনী সরকারি কলেজের শ্রেণিকক্ষ

স্টাফ রিপোর্টার
প্রকাশিত: ০৬:৪৭ পিএম, সোমবার, ২৬ ফেব্রুয়ারী ২০১৮ | ১৩৮৬

সারা দেশের প্রথম ফাগুনের ঝড়ে বিভিন্ন জেলার ন্যায় টাঙ্গাইলেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এই ঝড়ে ক্ষতির সম্মুখীন হয়েছে টাঙ্গাইলের কুমুদিনী সরকারি কলেজ। ২৫ ফেব্রুয়ারি রাত ২ টার দিকে হঠাৎ করেই উত্তর-পশ্চিমের প্রবল বাতাসে কেঁপে উঠে বাংলাদেশর গ্রাম জনপদ। ঝড় আঘাত হানে টাঙ্গাইলের বিভিন্ন উপজলোয়।

এই আঘাতের তীব্রতায় কুমুদিনী সরকারি কলেজের প্রশাসনিক ভবনের সম্মুখে বৃহৎ ইউক্যালিপটাস গাছটি গোড়া থেকে ভেঙে পড়ে কলেজের ২০১ নম্বর টিনশেড কক্ষটির উপর।

এই বৃহৎ কক্ষটি মূহুর্তের মধ্যেই দুমড়ে-মুচরে তছনছ হয়ে পড়ে। বৈদ্যুতিক সংযোগসহ ফ্যান, লাইট সব ভেঙে যায়। গাছের আঘাতে প্রচুর সংখ্যক বেঞ্চ বিনষ্ট হয়। প্রতিদিনের মত কক্ষটিতে সকাল থেকেই ক্লাস নেওয়া সম্ভব হয় নি। এছাড়াও মাস্টার্স ফাইনাল পর্বের পরীক্ষা নেওয়া সম্ভব হয় নি ওই কক্ষটিতে। বৃহৎ গাছটি ভেঙে পড়ায় কলেজের প্রবেশ পথটি রুদ্ধ হয়ে যায়। এছাড়াও কলেজের অভ্যন্তরে বিভিন্ন মূল্যবান বৃক্ষাদি ঝড়ের আঘাতে ভেঙে ডাল-পালাসহ চূর্ন-বিচূর্ণ হয়ে যায়।

কুমুদিনী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর শরিফা রাজিয়া বলেন, “ ঝড়ের আঘাতে প্রশাসনিক ভবনের সম্মুথে টিনশেডের শ্রেণি কক্ষটির উপর গাছটি পড়ে যায়। এতে শ্রেণিকক্ষের অভ্যন্তরে বিভিন্ন সরঞ্জমাদি নষ্ট হয়ে যায়। প্রাকৃতিক দূর্যোগটি দিনের বেলায় হলে শিক্ষার্থীদেরও ক্ষতি হওয়ার সম্ভবনা থাকতো।”

টাঙ্গাইল আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা বজলুর রশিদ বলেন, “এই ঝড়ের পূর্বাভাস আগে থেকেই ছিল। এটা মৌসুমের প্রথম কালবৈশাখী ঝড়। এই ধরনের ঝড় সাধারণত ১ ঘন্টার মত স্থায়ী হয়।”

শিক্ষা প্রকৌশল অধিদপ্তর টাঙ্গাইল সদরের উপ সহকারী প্রকৌশলী শাহ্রিয়ার মো. নাজমুল আহসান বলেন, “কুমুদিনী সরকারি কলেজে ঝড়ের আঘাতে শ্রেণিকক্ষের উপর একটি বিশাল গাছ পড়ে ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়েছে। কুমুদিনী সরকারি কলেজে ২০ লক্ষাধিক টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে।”

তনয় কুমার বিশ্বাস/পিএইচ