এইচ এম ইনস্টিটিউশন স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত


টাঙ্গাইল সদর উপজেলার করটিয়া ইউনিয়নের এইচ.এম ইনস্টিটিউশন স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
২৫ ফেব্র“য়ারি রবিবার সকালে প্রতিষ্ঠানের মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এর পর জাতীয় সঙ্গীতের তালে তালে জাতীয় পতাকা উত্তোলন, মাঠ প্রদর্শন এবং শরীর প্রদর্শনী করা হয়।
এইচ.এম ইনস্টিটিউশন স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও টাঙ্গাইল সদর-৫ আসনের স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব মো. ছানোয়ার হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি সা’দত কলেজের অধ্যক্ষ প্রফেসর রেজাউল করিম, এইচ.এম ইনস্টিটিউশন স্কুল এ্যান্ড কলেজের গর্ভনিং বডির সভাপতি খালেকুজ্জামান চৌধুরী, করটিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সৈয়দ মাজেদুল আলম নাঈম।
এসময় উপস্থিত ছিলেন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আহবায়ক ও প্রতিষ্ঠানের সহকারী অধ্যাপক মো. শহিদুল ইসলাম। পরে বিভিন্ন ইভেন্টে খেলায় অংশ গ্রহনকারী বিজয়ী মাঝে পুরস্কার তুলে দেওয়া হয়।