কালিহাতীতে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা সমাপ্ত

কালিহাতী প্রতিনিধি
প্রকাশিত: ০৭:৩৪ পিএম, শুক্রবার, ২৩ ফেব্রুয়ারী ২০১৮ | ৭৫২

টাঙ্গাইলের কালিহাতীতে দুই দিনব্যাপী ৩৯ তম বিজ্ঞান প্রযুক্তি, বিজ্ঞান মেলা এবং জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড এর সমাপ্তি ঘটেছে।

“মেধাই সম্পদ, বিজ্ঞান ও প্রযুক্তিই ভবিষ্যৎ” এই শ্লোগানকে সামনে রেখে ২৩ ফেব্রæয়ারী শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬ টায় কালিহাতী উপজেলা প্রশাসনের আয়োজনে, জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্বাবধানে এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রনালয়ের পৃষ্ঠপোষকতায় কালিহাতী আর.এস. পাইলট মডেল উচ্চ বিদ্যালয় কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গনে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি উপস্থিত ছিলেন, ১৩৩ টাঙ্গাইল ৪ কালিহাতী আসনের সংসদ সদস্য আলহাজ¦ হাছান ইমাম খান সোহেল হাজারী।

উপজেলা নির্বাহী অফিসার মুছাম্মৎ শাহীনা আক্তারের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কালিহাতী উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলহাজ¦ আনছার আলী বি.কম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ তোতা।

এ সময় আরোও উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী অফিসার (ভূমি) নাফিসা আক্তার। কালিহাতী থানার ওসি (তদন্ত) মনসুর আলী আরিফ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রোকেয়া খাতুন, কালিহাতী আর এস পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান তালুকদার প্রমূখ।

আলোচনা অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, কালিহাতী আর এস পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আতিকুর রহমান ফরিদ। বিজ্ঞান ও প্রযুক্তি মেলায় ১০ টি ষ্টল স্থান পেয়েছিল এবং জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর হতে প্রেরিত দুটি বাসে শিক্ষার্থীদের বিজ্ঞান বিষয়ক নানাবিধ তথ্য চিত্র দেখানো হয়েছে।

শুভ্র মজুমদার/পিএইচ