শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন চকরিয়া বি.এন স্কুল এন্ড কলেজ

চকরিয়া সংবাদদাতা
প্রকাশিত: ১১:২৮ এএম, বুধবার, ২১ ফেব্রুয়ারী ২০১৮ | ৪৯৫

একুশে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে চকরিয়া পৌর শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষাশহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন চকরিয়া বি.এন স্কুল এন্ড কলেজ ।

চকরিয়া বি.এন স্কুল এন্ড কলেজের উপাধ্যক্ষ জুনাইদ উদ্দিন ও সহকারী শিক্ষক শিক্ষিকার নেতৃত্বে  বুধবার সকাল ৭.৩০ মিনিটে  শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন।

এ সময় আকাশে-বাতাসে কেবলই একটি সুরই ধ্বনিত হয়, ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারী আমি কি ভুলিতে পারি।’ ফুলেল শ্রদ্ধা নিবেদনের পর স্কুলের  শিক্ষক শিক্ষিকা ও ছাত্র ছাত্রীবৃন্দ কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে ভাষা আন্দোলনের শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।