আড়াই হাজার বাংলাদেশি ভারতে
পশ্চিমবঙ্গের মেদিনীপুরে ওরস শরীফে যোগ দিতে বাংলাদেশ থেকে একসঙ্গে ২ হাজার ১৫৮ জন যাত্রী মেদিনীপুর পৌঁছেছে। শনিবার বিশেষ ট্রেনে রাজবাড়ী থেকে যাত্রী নিয়ে মেদিনীপুর পৌঁছায়।
ঐতিহাসিক এই ওরস শরীফ উপলক্ষে ২০০২ সাল থেকে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ সরকার বিশেষ ট্রেনের ব্যবস্থা করে আসছে। ওরসে যোগদান শেষে রোববার ওই ২ হাজার ১৫৮ জন বাংলাদেশি বিশেষ ট্রেনটিতে করে রাজবাড়ী ফিরে আসবেন।
মেদিনীপুরের মির্জা মহল্লার জোড়া মসজিদে শনিবার থেকে শুরু হয়েছে ১১৭তম বার্ষিক এই ওরস।
