কুচক্রী মহল ২১ বছর বঙ্গবন্ধুর
ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণটি নতুন প্রজন্মকে শুনতে দেয় নি: মেহের আফরোজ চুমকি


মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি বলেছেন, একটি কুচক্রী মহল বঙ্গবন্ধুরর ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণটি ২১ বছর নতুন প্রজন্মকে শুনতে দেয় নি ।
আজ বঙ্গবন্ধুর সেই ভাষণটি আন্তজার্তিকভাবে ইউনোষ্কোতে স্বীকৃতি পেয়েছে । একজন পুরুষের ভোটের যেরকম দাম, নারী ভোটারের ঠিক সেই রকম দাম । নারী-পুরুষের উন্নয়নই হচ্ছে মানব সম্পদ উন্নয়ন । ১৭ ফেব্র“য়ারী শনিবার সকালে জেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়, জাতীয় মহিলা সংস্থা ও বাংলাদেশ শিশু একাডেমীর উদ্যোগে জেলা প্রশাসনের সহযোগিতায় বাল্যবিবাহ প্রতিরোধ, নারী ও শিশু সুরক্ষা ও নির্যাতন প্রতিরোধে সচেতনতা মূলক আলোচনা সভায় জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন ।
বর্তমান সরকারের গৃহিত বিভিন্ন কর্মকান্ডের চিত্র তুলে ধরে প্রতিমন্ত্রী আরো বলেন, বর্তমান সরকার নারীদের কে বিশেষ কর্মক্ষেত্রের সুযোগ করে দিচ্ছে । একজন নারীকে কিভাবে দক্ষ করে তোলা যায় সে ব্যাপারে আমাদের প্রধানমন্ত্রী শেখহাসিনা সব সময় চেষ্টা করে যাচ্ছেন । বাংলাদেশের উন্নয়নের স্বার্থেই নারীকে দক্ষ করে তোলা প্রয়োজন ।
একটি সময় নারী ও শিশু মৃত্যুর হার ছিল আকাশ চুম্বী । বর্তমানের বাল্য বিবাহ প্রতিরোধের কারণে নারী ও শিশু মৃত্যুর হার কমেছে । বাল্য বিয়ে রোধে সকলকে কাজ করতে হবে । শুধু বাল্য বিয়ে বন্ধ করে খালাস পেলেই হবে না । সেই পরিবার কি কারণে তাদের মেয়েটিকে বাল্য বিবাহ দিতে চেয়েছিল সেই সমস্যারও সমাধান করতে হবে ।
সকলকেই দায়িত্বের সহিত বাল্য বিবাহ প্রতিরোধ করতে হবে । অতিরিক্ত জেলা প্রাশাসক (সার্বিক) মো. নেছার উদ্দিন জুয়েল এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইলের সংরক্ষিত মহিলা আসনের এমপি মনোয়ারা বেগম, মহিলা বিষয়ক অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক (যুগ্ম সচিব) শাহনাওয়াজ দিলরুবা খান, সদর উপজেলা নির্বাহী অফিসার জিনাত জাহান, জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক রুমা খান, জেলা শিশু একাডেমীর শিশু বিষয়ক কর্মকর্তা মো. শফিকুল ইসলাম প্রমুখ।
এছাড়া এসময় জেলা মহিলা বিষয়ক কার্যালয়ের কর্মকর্তাবৃন্দ ও জাতীয় মহিলা সংস্থার প্রশিক্ষক এবং প্রশিক্ষণার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেছেন জেলা সিনিয়র তথ্য অফিসার কাজী গোলাম আহাদ ।
আলোচনা সভা শেষে দেশব্যাপী নির্যাতনের শিকার নারী ও শিুশুদের সেবাপ্রাপ্তির সুবিধার্থে শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থাপিত ওয়ান স্টপ-ক্রাইসিস সেল পরিদর্শন করেন প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি । এছাড়া এসময় তিনি একজন ভুক্তোভোগী নারীর সাথেও কথা বলেন ।