এসএসএস নামের একটি বেসরকারী উন্নয়ন সংস্থা (এনজিও)
টাঙ্গাইলে সাড়ে ১১ হাজার বন্যার্ত পরিবারের মাঝে ত্রানের নগদ অর্থ বিতরণ


টাঙ্গাইলে বন্যা কবলিত ১১ হাজার ৮শ’ পরিবারের মাঝে ত্রাণের নগদ অর্থ বিতরণ করেছে এসএসএস নামের একটি বেসরকারী উন্নয়ন সংস্থা (এনজিও)।
২৩ আগস্ট বুধবার সকালে টাঙ্গাইলের চরাঞ্চল কাতুলী ইউনিয়নের তোরাপগঞ্জের বন্যা দূর্গত প্রত্যেক পরিবারকে নগদ এক হাজার টাকা করে সহায়তা দেন সংস্থাটির নির্বাহী পরিচালক আব্দুল হামিদ ভূঁইয়া।
এবছর দেশের বন্যা কবলিত টাঙ্গাইল, কুড়িগ্রাম, জামালপুর ও রংপুর জেলার মোট ২৫ হাজার পরিবারের মাঝে প্রায় সাড়ে তিন কোটি টাকার ত্রান বিতরণ করছে এই বেসরকারী উন্নয়ন সংস্থাটি।
সংস্থাটির নির্বাহী পরিচালক আব্দুল হামিদ ভূঁইয়া জানান, আমরা শুধু বন্যা দূর্গত পরিবারকে আর্থিক সহযোগিতা করছি না। তারা যেন অসুস্থ না হয়ে পরে তার জন্য বিনামূল্যে জরুরী ওষুধ যেমন পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, স্যালাইন, প্যারাসিটামলও দিচ্ছি।
এছাড়াও বন্যা কবলিত এলাকায় বিনামূল্যে গবাদি পশুর খাদ্য ও চিকিৎসা সেবা দিচ্ছি।
ত্রান বিতরণে অন্যান্যের মধ্যে সংস্থার উপ-পরিচালক আব্দুর রাজ্জাক ও তোরাপগঞ্জ শাখার ব্যবস্থাপক আনিছুর রহমান উপস্থিত ছিলেন।