ঝিনাইগাতীতে মানবতা প্রতিষ্ঠায় নাগরিক সমাজের ভুমিকা ও করনীয় শীর্ষক মতবিনিময় সভা

ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশিত: ০৬:২৪ পিএম, শুক্রবার, ১৬ ফেব্রুয়ারী ২০১৮ | ৪১৩

শেরপুরের ঝিনাইগাতীতে শুক্রবার বিকালে অরাজনৈতিক সংগঠন ফ্রেন্ডস ওয়ার্ল্ড এর উদ্দ্যোগে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে মানবতা প্রতিষ্ঠায় নাগরিক সমাজের ভুমিকা ও করনীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

ইউপি সদস্য মোবারক হোসেনের সভাপতিত্বে ও রেজাউল করিমের সδালনায় এবং মাহবুবুর রহমানের কোনআন তেলাওয়াতের মধ্যে দিয়ে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ মানবধিকার ফাউন্ডেশন, শেরপুর জেলা শাখার সভাপতি সৌকত আলী।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ মানবধিকার ফাউন্ডেশন, শেরপুর জেলা শাখার সেক্রেটারি আবু রায়হান মোঃ আল মাছুদ। বক্তারা এই সংগঠনের দ্বায়িত্ব, কর্তব্য ও করনীয় সর্ম্পকে বিস্তারিত আলোচনা করেন।

আলোচনা সভা শেষে উপস্থিত সকলের প্রস্তাব ও সমর্থনে রেজাউল করিমকে সভাপতি এবং মেহেদী হাসান হালিমকে সেক্রেটারি করে ২৫সদস্য বিশিষ্ট বাংলাদেশ মানবধিকার ফাউন্ডেশন এর ঝিনাইগাতী উপজেলা কমিটি গঠন করা হয়।


মুহাম্মদ আবু হেলাল/এইচএইচ