বাগাতিপাড়ায় ক্যাবের উদ্যোগে বাজার পরিদর্শন

বাগাতিপাড়া (নাটোর) সংবাদদাতা
প্রকাশিত: ০৮:৫১ পিএম, বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারী ২০১৮ | ৫৬৮

ভোক্তা অধিকার সংরক্ষন আইন, ২০০৯ স¤পর্কে অবহিত, ভোক্তা অধিকার-দায়িত্ব ও ভোক্তা অধিকার বিরোধী কার্য অপরাধ এবং দন্ড বিষয়ক নিয়মিত প্রাচার কার্যক্রমের অংশ হিসেবে নাটোরের বাগাতিপাড়ায় কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) এর উপজেলা কমিটির উদ্যোগে বাজার পরিদর্শন ও আলোচনা সভা করা হয়েছে।

বৃহ¯পতিবার বিকালে জিগরী বাজারে আয়োজিত আলোচনা সভায় ক্যাবের উপজেলা কমিটির সভাপতি আব্দুল মজিদের সভাপতিত্বে উপ¯িথত ছিলেন, উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর এস, এস আসলাম হোসেন, ক্যাবের উপজেলা কমিটির সাধাণ স¤পাদক আরিফুল ইসলাম তপু, নির্বাহী সদস্য অধ্যক্ষ সাজেদুর রহমান, জিগরী বাজার কমিটির সভাপতি সেলিম রেজা ও সেক্রেটারী আনোয়ার হোসেন অপু প্রমুখ।

পরে জিগরী হাটের কয়েকটি মাছের দোকানে বাটখারা পরীক্ষা করে ওজনে কারচুপির প্রমান পাওয়া যায় এবং আসিফ হোটেলের ফ্রিজে মেয়াদ উত্তীর্ণ বিভিন্ন ব্র্যান্ডের পানীয় পাওয়ায় তা জনসম্মুখে তা ধংস করা হয়। ক্রেতা-বিক্রেতার সচেতনতায় ‘ভোক্তা অধিকার সংরক্ষন আইন, ২০০৯’ এর অধীনে অভিযোগ দায়ের এবং অপরাধ ও দন্ডের বিধান স¤পর্কিত প্রচারপত্র বিতরণ করা হয়।

 

আরিফুল ইসলাম তপু/এইচএইচ