অনলাইন নিউজ পোর্টাল দৃষ্টি টিভির বর্ষপুর্তি

টাঙ্গাইল থেকে প্রচারিত অনলাইন নিউজ পোর্টাল দৃষ্টি টিভির প্রথম বর্ষ পুর্তি ও দ্বিতীয় বর্ষে পদার্পন উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
মঙ্গলবার দুপুর ১২টায় টাঙ্গাইল প্রেসক্লাব বঙ্গবন্ধু অডিটরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কালিহাতী উপজেলা পরিষদ চেয়ারম্যান মোজহারুল ইসলাম তালুকদার ঠান্ডু।
টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি এডভোকেট জাফর আহমেদের সভাপতি অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার গোবিন্দ চন্দ্র পাল, জেলা সিনিয়র তথ্য কর্মকর্তা কাজী গোলাম আহাদ, টাঙ্গাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলা।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন দৃষ্টি টিভির ব্যবস্থাপনা পরিচালক জোবায়েল মল্লিক বুলবুল। এ সময় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।