বাগাতিপাড়ায় নারী নির্যাতন প্রতিরোধে নিজেরা করি’র উদ্যোগে র‌্যালি আলোচনা সভা 

বাগাতিপাড়া (নাটোর) সংবাদদাতা
প্রকাশিত: ০৭:০৭ পিএম, বুধবার, ১৪ ফেব্রুয়ারী ২০১৮ | ৪৭২
‘উদ্যমে উত্তরণে শত কোটি’ নারী নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ দিবসকে সামনে রেখে নাটোরের বাগাতিপাড়ায় র‌্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। নিজেরা করি সংস্থা ও ভূমিহীন সমিতির উদ্যোগে বুধবার সকাল দশটায় উপজেলা চত্বরে এ অনুষ্ঠান করা হয়।
 
বৈষম্যের বিরুদ্ধে জাগো, প্রতিরোধ কর, ঐক্য গড়, নারীর প্রতি সহিংসতা, বাল্য-বিবাহ, যৌতুক প্রথা ও অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ বিষয়ক আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান হাফিজুর রহমান, নির্বাহী কর্মকর্তা নাসরিন বানু, মহিলা বিষয়ক কর্মকর্তা হাবিবা খাতুন, নিজেরা করি সংস্থার অঞ্চল সমন্বয়ক তপন কুমার সরকার, ভূমিহীন সমিতি’র নেত্রী মিতা বেগম প্রমুখ। এ সময় শপথ বাক্য পাঠ করান মুক্তিযোদ্ধা ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক শুকুমার কুমার মুখার্জী। আলোচনা সভা শেষে ভুমিহীন সমিতির সদস্যদের গণসংঙ্গীত পরিবেশন এবং মেয়েদের সাইকেল র‌্যালি হয়। 
 
আরিফুল ইসলাম তপু/এইচএইচ