শেখ হাসিনা বাংলাদেশের মানুষকে উন্নয়ন ও সমৃদ্ধ এনে দিয়েছে

বোচাগঞ্জ প্রতিনিধি, দিনাজপুর
প্রকাশিত: ০৫:৩১ পিএম, বুধবার, ১৪ ফেব্রুয়ারী ২০১৮ | ৪৭৯

বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী এমপি বলেছেন, বর্তমান সরকার সারাদেশে বিদ্যুৎ, যোগাযোগ ব্যবস্থা,স্কুল কলেজ, মাদ্রাসার উন্নয়নের পাশাপাশি গ্রামীণ অবকাঠামো উন্নয়নে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে।

এমপি বলেন, দেশ এখন উন্নয়নের মহাসড়কে। আগামী মার্চ মাসের মধ্যে বাংলাদেশ মধ্যম আয়ের দেশে পা রাখতে যাচ্ছে।বঙ্গবন্ধু এদেশের মানুষকে স্বাধীন বাংলাদেশ উপহার দিয়েছে তার রক্তের উত্তরাধীকারী বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশেরমানুষকে উন্নয়ন ও সমৃদ্ধ এনে দিয়েছে।

এমপি দেশের উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে আগামী জাতীয় নির্বাচনে পুনরায় আওয়ামীলীগকে নির্বাচিতকরার মাধ্যমে শেখ হাসিনার হাতকে শক্তি শালী করার আহবান জানান।

আজ বুধবার সকালে দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার ৬নং-রনগাও ইউনিয়নে এলজিইডির তত্বাবধানে ৫৮লক্ষ টাকা ব্যায়ে সাদামহল হাট রুরাল মার্কেট উন্নয়ন কাজের শুভ উদ্বোধন ও সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এমপি একথাগুলো বলেন।দিনাজপুর জেলা এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোঃখলিলুর রহমানের সভাপতিত্বে সুধী সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার সারওয়ার মোর্শেদ, উপজেলা আওয়ামীলীগের সাধারণ। সম্পাদক আফসার আলী, ৬নং-রনগাও ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আনিসুর রহমান প্রমুখ। এসময় সেতাবগঞ্জ পৌরসভার মেয়র আব্দুস সবুর, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবু সৈয়দ হোসেন, উপজেলা প্রকৌশলী আনোয়ার হোসেন, বোচাগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুর রউফসহ এলাকার সুধীজন উপস্থিত ছিলেন।

সুমন চন্দ্র/পিএইচ