কয়েকটি দল নির্বাচন নিয়ে শঙ্কা সৃষ্টির চেষ্টা করছে: মির্জা ফখরুল

আলোকিতপ্রজন্ম ডেস্ক
প্রকাশিত: ০৮:৩৪ পিএম, রোববার, ৭ সেপ্টেম্বর ২০২৫ | ৯৮

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অযাচিতভাবে কিছু সংখ্যক রাজনৈতিক দল জাতীয় নির্বাচন নিয়ে শঙ্কা সৃষ্টি করার চেষ্টা করছে।

রোববার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় ঠাকুরগাঁও জেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন স্থল পরিদর্শনে এসে এ কথা বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, আমরা কিছুটা উদ্বিগ্ন। তবে যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই নির্বাচন জনগণের কাছে গ্রহণযোগ্য হবে।

দ্বি-বার্ষিক সম্মেলন নিয়ে মহাসচিব বলেন, কালকের সম্মেলনের জন্য নানা আয়োজন রয়েছে। আশা করছি, অত্যন্ত সফল একটি সম্মেলন অনুষ্ঠিত হবে। সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। সবচেয়ে বড় পাওয়া হলো, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন। সম্মেলনের মধ্য দিয়ে নতুন দিগন্তের সূচনা হবে বলে আশাবাদী আমরা।

জাতীয় পার্টির কো-চেয়ারম্যানের ক্লিন ইমেজের আওয়ামী লীগের নেতাদের মনোনয়ন দেয়া প্রসঙ্গে জানতে চাইলে তিনি কোনো মন্তব্য করেননি।

এ সময় জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

সুত্র:বণিক বার্তা