মির্জাপুরে উয়ার্শী ইউনিয়ন ছাত্রলীগের কমিটি গঠন

মির্জাপুর প্রতিনিধি
প্রকাশিত: ০৬:০৬ পিএম, মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারী ২০১৮ | ৫৬৮

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার উয়ার্শী ইউনিয়ন ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। ৯ জানুয়ারি শুক্রবার বিকেলে উপজেলার উয়ার্শী ইউনিয়ন ছাত্রলীগের উদ্যোগে নাগরপাড়া কারিবাড়ি বাজারে কর্মী সভা অনুষ্ঠিত হয়।

সোমবার বিকেলে উপজেলা ছাত্রলীগের সভাপতি মীর আসিফ অনিক ও সাধারণ সম্পাদক মো. শরিফুল ইসলাম দলীয় প্যাডে মনোয়ার হোসেন খানকে আহবায়ক ও আহাদ খান রবিউল, শাহীন আলম মানিক, আপন চন্দ্র সরকার, ফরহাদ হোসাইন খান ও রিয়াদ খানকে যুগ্ম আহবায়ক করে ৪১ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন দেন।

উয়ার্শী ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাজ্জাত হোসেন খানের সভাপতিত্বে বক্তৃতা করেন জেলা আওয়ামী লীগের সদস্য খান আহমেদ শুভ, মির্জাপুর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি গোলাম রসুল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুজাহিদুল ইসলাম মনির, উয়ার্শী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুব আলম মল্লিক হুরমহল, যুগ্ম সম্পাদক মো. সিরাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সৈয়দ ওয়াহিদ ইকবাল ও মাসুদ রানা মাসুম, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক শহিদুর রহমান লাবু, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আরিফ খান, খন্দকার শাকিল, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মুরাদ, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক আবু সাইদ মিয়া, উপজেলা সেবচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আমিনুর রহমান আকন্দ, উপজেলা ছাত্রলীগের সভাপতি মীর আসিফ অনিক, সাধারণ সম্পাদক মো. শরিফুল ইসলাম, পরিবেশ বিষয়ক সম্পাদক মোনায়েম হোসেন, রিফাত খান সহ প্রমুখ।

উপজেলা ছাত্রলীগের সভাপতি মীর আসিফ অনিক ও সাধারণ সম্পাদক মো. শরিফুল ইসলাম বলেন, তিন মাসের জন্য আহবায়ক কমিটি অনুমোদন দিয়ে সোমবার প্রকাশ করা হয়েছে। এর মধ্যে ওয়ার্ড কমিটি গঠন করে সম্মেলনের মাধ্যমে পুর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে বলে তারা উল্লেখ করেন।

শামসুল ইসলাম সহিদ/পিএইচ