বিশ্বভালবাসা দিবস উপলক্ষে মধুপুর-ধনবাড়ীতে ফুল বিক্রির হিড়িক

মধুপুর প্রতিনিধি
প্রকাশিত: ০৫:৩৯ পিএম, মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারী ২০১৮ | ৪৮০
ফাইল ছবি

আজ ফালগুনের প্রথম দিন ১৪ই ফেব্রুয়ারী আগামীকাল বিশ্বভালবাসা দিবস। এই দিনে একেক জন তার প্রিয়জনকে ফুল দিয়ে ভালবাসার শুভেচ্ছা জানিয়ে বরণ করে নিবে। এই দিবস উপলক্ষে মধুপুর-ধনবাড়ীতে বিভিন্ন ফুল বিক্রির দোকানে ফুল বেচা কেনাবেচার হিড়িক পড়েছে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলছে ফুল কেনা বেচার ধুম।

মধুপুর শহরের সাদিয়া গিফট কর্ণার এর দোকানী সানোয়ার হোসেন জানান, কাল থেকে ফুল বেচাকেনা শুরু হয়েছে। তুলনামূলক ভাবে গতবারের চেয়ে এবার ফুলের ক্রেতা সমাগম বেশী। তবে উঠতি বয়সের স্কুল কলেজ পড়ুয়া ছাত্র ছাত্রীরাই বেশী ফুল কিনছে তাদের ভালবাসার মানুষটিকে দেয়ার জন্য। দোকানি সানোয়ার হোসেন জানান এবার ভালবাসা দিবস উপলক্ষে প্রায় ১ লক্ষ ২৫ হাজার টাকার মত ফুল বিক্রি করেছি।

অপরদিকে ধনবাড়ী উপজেলায় বিশ্বভালবাসা দিবস উপলক্ষে ফুটে উঠেছে একই চিত্র। ধনবাড়ী শহরের নওয়াব নবাব আলী স্বরণীর ফুল বিক্রেতা শান্ত জানায় এবার আমরা গতবারের চেয়ে বেশী দামে ফুল বিক্রি করছি।

তবে আমাদের এ অঞ্চলে ফুলের চাষ না থাকায় ফুলের চাহিদা মেটাতে পারছিনা। বাজারে এবার হাইব্রিড লাল গোলাপের চাহিদা বেশী রয়েছে। বিশ^বিদ্যালয় বা কলেজের ছাত্র ছাত্রীদের চেয়ে এবার ধনবাড়ীতে স্কুল ছাত্র ছাত্রীরা তার দোকান থেকে বেশী ফুল কিনছে বলে দোকানি শান্ত জানায়।

এবার গতকাল সন্ধ্যা পর্যন্ত প্রায় ৬৫ হাজার টাকার মত ফুল বেচা কেনা করেছেন দোকানি শান্ত জানান।

তবে সুশীল সমাজ বলছে ভালবাসা দিবস ভাল কিন্তু এই ভালবাসা দিবসে বিভিন্ন পার্কে কিংবা রয়েল রিসোর্ট এ যাতে কোন ছেলে মেয়েরা অপ্রীতিকর ঘটনা না ঘটাতে পারে এ জন্য প্রশাসনের সব ধরনের সার্বিক নিরাপত্তা ও নজরদারি রাখার দাবী ও করছেন তারা।

হাফিজুর রহমান/পিএইচ