তুলার বস্তায় অভিনব কায়দায় ৪৯ কেজি গাঁজা রাখায় গ্রেপ্তার ৩


যমুনা সেতু-টাঙ্গাইল-ঢাকা মহাসড়কে কালিহাতী উপজেলার এলেঙ্গা বাসস্ট্যান্ডে একটি মিনি ট্রাকে অভিযান চালিয়ে তুলার বস্তার ভেতর অভিনব কায়দায় লুকিয়ে রাখা ৪৯ কেজি গাঁজা উদ্ধার ও তিন ব্যক্তিকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন(র্যাব-১৪)।
মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুরে র্যাব-১৪’র সিপিসি-৩ টাঙ্গাইল ক্যাম্পের কমান্ডার কাওসার বাঁধন সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন।
আটককৃতরা হচ্ছেন- ট্রাক চালক আমিনুল(৩৫), ট্রাকের হেলপার(চালকের সহকারী) বাবু(৩৬) এবং মাদক কারবারী মোজাহিদ (২৫)। সোমবার (১৮ আগস্ট) রাত তিন টার দিকে কালিহাতী উপজেলার এলেঙ্গা থেকে তাদের আটক করা হয়।
র্যাব-১৪’র সিপিসি-৩ টাঙ্গাইল ক্যাম্পের কমান্ডার কাওসার বাঁধন জানান, সোমবার দিনগত রাত সাড়ে তিন টার দিকে হবিগঞ্জ থেকে একটি মিনি ট্রাক গাজীপুর হয়ে তুলার ভেতর গাঁজা নিয়ে উত্তরবঙ্গের দিকে যাচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে এলেঙ্গায় অভিযান চালিয়ে তিনজনকে আটক করা হয়। এ সময় তাদের মিনি ট্রাকে থাকা তুলার বস্তার ভেতর অভিনব কায়দায় লুকিয়ে রাখা প্রায় মূল্য ১৪ লাখ ৭০ হাজার টাকা মূল্যের ৪৯ কেজি গাঁজা উদ্ধার করা হয়। আটককৃত ব্যক্তিদের কালিহাতী থানায় হস্তান্তর করা হয়েছে।