অবাধ-সুষ্ঠু নির্বাচনের পক্ষে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে: তারেক রহমান

আলোকিতপ্রজন্ম ডেস্ক
প্রকাশিত: ০৯:৫৭ পিএম, রোববার, ১৭ আগস্ট ২০২৫ | ২৩৬
ছবি-বণিক বার্তা

অবাধ-সুষ্ঠু নির্বাচনের পক্ষে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রোববার (১৭ আগস্ট) জাতীয় প্রেসক্লাবে জাতীয় কবিতা পরিষদ আয়োজিত ‘আমরা ভার্চুয়ালি শুনবো ও বলবো’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ‘স্বৈরাচারকে বাংলাদেশের মানুষ কিছুদিন আগে বিতাড়িত করেছে। এই স্বৈরাচারের মনোজাগরণ প্রতিরোধ ও প্রতিহত করতে আমরা প্রতিজ্ঞাবদ্ধ। এই দেশ যেন কোনো চরমপন্থা বা মৌলবাদের অভয়ারণ্যে পরিণত হতে না পারে, সেটিও আমাদের প্রত্যাশা ও লক্ষ্য’।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরো বলেন, ‘একজন প্রকৃত বাংলাদেশী জাতীয়তাবাদী বিশ্বাসী মানুষের জীবনের শেষ দিনেও প্রথম এবং শেষ বাংলাদেশী হওয়া উচিত, এটাই হবে তার বিশ্বাস এবং আদর্শের একমাত্র পরিচয়’।

তিনি কবি-সাহিত্যিকদের উল্লেখ করে বলেন, ‘যুগে যুগে কবি-সাহিত্যিকরা নির্ভিক চিত্তে মুক্তির কথা বলেছেন। কবিতা ছিল ৭১-এর মুক্তিযুদ্ধের প্রেরণার উৎস। যুদ্ধের ময়দানে ক্ষুধা, যন্ত্রণা আর ক্লান্তিকে পরাজিত করেছিল কবিতার প্রেরণা। ৯০-এর দশকজুড়ে আমরা যেটা দেখেছি, গত দেড় যুগ ধরে চলে আসা স্বৈরাচারের বিরুদ্ধে সেটা সাম্প্রতিক সময়ে উদ্ভাষিত হয়েছে, যার পরিপূর্ণতা ঘটেছে ২৪-এর সফল গণআন্দোলন ও গণঅভ্যুত্থানে’।

সুত্র:বণিক বার্তা