নাগরপুরে উপজেলা প্রাণি সম্পদ ভবনের উদ্বোধন

নাগরপুর প্রতিনিধি
প্রকাশিত: ০১:৪৯ পিএম, মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারী ২০১৮ | ৪৯৬

টাঙ্গাইলের নাগরপুরে উপজেলা প্রাণি সম্পদ অধিদপ্তরের নবনির্মিত ভবন উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকালে স্থানীয় সংসদ সদস্য খন্দকার আব্দুল বাতেন এ ভবন উদ্বোধন করেন। এ উপলক্ষে প্রাণি সম্পদ ভবন চত্বরে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

এতে জেলা প্রনি সম্পদ কর্মকর্তা এস এম আওয়াল হক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন টাঙ্গাইল ৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের সংসদ সদস্য খন্দকার অবদুল বাতেন।

এ সময় বিশেষ অতিথি হিসেবে অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক অ্যাডভোকেট মুলতান উদ্দিন আহম্মেদ, সহ-সভাপতি মতিউর রহমান মতি, সাধারন সম্পাদক কুদরত আলী, ডেপুটি প্রজেক্ট ডিরেক্টর মোঃ শরিফল ইসলাম।

আলোচনা সভায় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ আনোয়ার হোসেন, ভিএস ডাঃ এটিএম ফয়জুর রাজ্জাক আকন্দ, আশরাফ উদ্দিন খান রবফ, নুপুর পোদ্দর, খন্দকার আব্দুল করিম, নাগরপুর সরকারী কলেজের সাবেক জিএস মোঃ শফিকুল ইসলামসহ উপজেলা আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগি সংগঠনের বিভিন্ন স্তরের নেতা কর্মী এবং উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারি বৃন্দ।

উদ্বোধিত দ্বিতল ভবনটি ১ কোটি ২৮ লাখ টাকায় ব্যায়ে ইউ,এল,ডি,সি স্থাপন প্রকল্প (৩য় পর্যায়) বাস্তবায়ন করে। অপরদিকে দুপরে উপজেলার ভাদ্রা ইউনিয়নের কাওনহলা নদীর ওপর নবনির্মিত ব্রীজ উদ্বোধন করেন খন্দকার আব্দুল বাতেন এমপি।

 

এইচএইচ