ভারতের ওপর ২৫ শতাংশ শুল্ক চাপালেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৬:৪৭ পিএম, বুধবার, ৩০ জুলাই ২০২৫ | ২৭৬

অবশেষে ভারতের পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। আজ বুধবার (৩০ জুলাই) বিকালে ট্রুথ সোশ্যালে এক পোস্টে এ ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী ১ আগস্ট এ শুল্ক কার্যকর হবে বলেও জানান তিনি।

এদিন বিকালে দেয়া পোস্টে ট্রাম্প লেখেন, মনে রাখবেন, যদিও ভারত আমাদের বন্ধু রাষ্ট্র। বছরের পর বছর ধরে আমরা তাদের সঙ্গে তুলনামূলকভাবে খুব কম বাণিজ্য করেছি, কারণ তাদের শুল্কহার অত্যন্ত বেশি, যা বিশ্বের সর্বোচ্চগুলোর মধ্যে অন্যতম।...এছাড়াও, তারা সামরিক সরঞ্জামের বিশাল অংশ রাশিয়া থেকে কেনে। তারা এমন সময় চীন ও রাশিয়ার জন্য বড় ক্রেতাদেশ হয়ে উঠেছে, যখন সবাই চায় রাশিয়া যেন ইউক্রেনে হত্যাযজ্ঞ বন্ধ করে—এই সব বিষয় মোটেও ভালো কিছু নয়!