এয়ার ইন্ডিয়া দুর্ঘটনা

বেঁচে আছেন বিধ্বস্ত উড়োজাহাজের এক যাত্রী

আলোকিতপ্রজন্ম ডেস্ক
প্রকাশিত: ০৯:০০ পিএম, বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫ | ৪৪৩

ভারতের ২৪২ আরোহী নিয়ে বিধ্বস্ত হওয়া উড়োজাহাজের এক যাত্রী বেঁচে আছেন। আহমেদাবাদের পুলিশ কমিশনার জিএ মালিক সংবাদ সংস্থা এএনআইকে এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, এক জীবিত যাত্রীকে খুঁজে পেয়েছে পুলিশ। উড়োজাহাজের ১১-এ আসনের ওই যাত্রী বর্তমানে হাসপাতালে ভর্তি। তার চিকিৎসা চলছে। তার অবস্থাও গুরুতর নয়।

এনডিটিভি জানায়, ওই যাত্রীকে দুর্ঘটনার পর হাঁটতে দেখা যায়—তার সাদা টি-শার্ট এবং গাঢ় রঙের প্যান্ট সামান্য পোড়া দাগ ছাড়া প্রায় অক্ষত ছিল।

বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে আহমেদাবাদ থেকে লন্ডনের গ্যাটউইকগামী এয়ার ইন্ডিয়া ফ্লাইট ১৭১ যাত্রা শুরুর কিছুক্ষণ পরই বিধ্বস্ত হয়। বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার মডেলের ওই উড়োজাহাজে মোট ২৪২ জন আরোহী ছিলেন।