বগুড়ায় বিএনপির মানববন্ধন


বগুড়ায় বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় সাজার প্রতিবাদে মানববন্ধন করেছে জেলা বিএনপি ।
কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে আজ সোমবার বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত শহরের নবাববাড়ী দলীয় কার্যালয়ের সমানে জেলা বিএনপি’র আয়োজনে এই মানববন্ধন কর্মসূচী পালন করা হয়।
মানববন্ধন কর্মসূচীতে বক্তব্য রাখেন, জেলা বিএনপি’র সভাপতি ভিপি সাইফুল ইসলাম তিনি বলেনঃ রাজনৈতিক ভাবে আ’লীগ সরকার বিএনপির কাছে পরাজিত হয়েছে।
বিএনপিকে উস্কে দিয়ে দেশে অরাজকতার অপকৌশলে ব্যর্থ হয়েছে সরকার। বিএনপি গণতান্ত্রিক দল, শান্তি প্রিয় গণমানুষের দল। নব্যবাকশালী কায়দায় আবারো ক্ষমতায় আসার জন্যই খালেদা জিয়ার বিরুদ্ধে এ রায়। কারারুদ্ধ করে নির্বাচনের বাইরে রাখার ষড়যন্ত্র বাস্তবায়ন হবেনা। কারন বিএনপি এখন সবচেয়ে শক্তি শালী, পারমানবিক বোমা দিয়েও রোখা যাবেনা।
জনগনের কাছে পরিস্কার হয়ে গেছে, দেশের মানুষ’র রক্ত-ঘাম ঝরানো হাজার হাজার কোটি টাকা বিদেশে কারা পাচার করেছে। এসব কথা তুলে ধরার কারণেই আজকে খালেদা জিয়াকে জেলে যেতে হলো।
জয়ের গোপণ তথ্য ফাঁস করায় তারেককে নির্বাসিত করে রাখা হয়েছে বলে তিনি অভিযোগ করে আরও বলেন, নিরপেক্ষ ভোট হলে আপনারা ক্ষমতা হারাবেন। ক্ষমতায় না থাকলে বুঝবেন কত হাজার মামলা আর কত বার আপনাকে জেলে যেতে হয়। পুলিশ প্রশাসন’র প্রতি উদাত্ব আহবান জানান।
এছাড়া বক্তব্য রাখেন,সাধারণ সম্পাদ জয়নাল আবেদীন চাঁন, সাবেক সভাপতি রেজাউল করিম বাদশা দর উপজেলা যুবদল সভাপতি রাফিউল ইসলাম রুবেল, ভারপ্রাপ্ত সম্পাদক আনোয়ার হোসেন সান্টু, শহর যুবদলের সিনিঃ নেতা জহুরুল ইসলাম ফুয়াদ, মহরর হোসেন টপিন, নজরুল, শামীম, সেলিম, মানিকসহ অরো অনেকে।
খালিদ হাসান/পিএইচ