বগুড়ায় বিএনপি ও আওয়ামীলীগপন্থী আইনজীবীদের ধাওয়া-পাল্টা ধাওয়া

বগুড়া প্র‌তি‌নি‌ধি
প্রকাশিত: ০৭:৩৬ পিএম, রোববার, ১১ ফেব্রুয়ারী ২০১৮ | ৪৫৪
বগুড়ায় বিএনপি ও আওয়ামীলীগপন্থী আইনজীবীদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘ‌টে‌ছে।‌র‌বিবার কোর্ট চত্বরে এ ঘটনা ঘটে । এসময় আওয়ামীপন্থী আইনজীবীরা বিএনপিপন্থী আইনজীবীদের মিছিলে হামলা চা‌লি‌য়ে ব্যানার কেড়ে নেয়। পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি শান্ত করে। ত‌বে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
 
জানাযায়,বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রায়ের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দুপুরে বগুড়া জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কোর্ট চত্বরে একটি বিক্ষোভ মিছিল বের করে। ফোরামের সভাপতি অ্যাডভোকেট মোখলেছার রহমান ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট বাছেদ আলী মিছিলে নেতৃত্বে দেন। মিছিলটি জজকোর্টের প্রধান ফটকে এলে আওয়ামী লীগপন্থী আইনজীবীরা বাধা দেয়। এসময় দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। আদালত চত্বরে উত্তেজনা ছড়িয়ে পড়লে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
 
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদ হোসেন জানান, বিএনপি এবং আওয়ামীপন্থী আইনজীবীরা মিছিল নিয়ে মুখোমুখি অবস্থান নেয়। পুলিশ তাৎক্ষণিক পদক্ষেপ নিয়ে পরিস্থিতি শান্ত হয়।
 
 
খালিদ হাসান/এইচএইচ