দেশে এখন মোট ভোটার ১২ কোটি ৩৭ লাখ: সিইসি

আলোকিতপ্রজন্ম ডেস্ক
প্রকাশিত: ০১:৩৭ পিএম, রোববার, ২ মার্চ ২০২৫ | ৪৯১
ফাইল ছবি

দেশে বর্তমানে মোট ভোটার ১২ কোটি ৩৭ লাখ ৩২ হাজার ২৭৪ জন। এর মধ্যে পুরুষ ৬ কোটি ৩৩ লাখ ৬১ হাজার ৬১৫ এবং নারী ৬ কোটি ৩ লাখ ৬৯ হাজার ৬৬৫ জন। আর ৯৯৪ জন হিজড়া ভোটার রয়েছেন। রোববার ( ২ মার্চ) সকালে আগারগাঁওয়ের নির্বাচন ভবনের সামনে জাতীয় ভোটার দিবস উদ্বোধনকালে এ তথ্য জানান প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

নির্বাচন কমিশন (ইসি) জানায়, হালনাগাদে মোট ভোটার বেড়েছে ১৮ লাখ ৮২ হাজার ১১৪ জন। এর মধ্যে পুরুষ ১২ লাখ ১৭ হাজার ২৮, নারী ৬ লাখ ৬৫ হাজার ২৪ এবং হিজড়া ভোটার বেড়েছে ৬২ জন।

প্রধান নির্বাচন কমিশনার জানিয়েছেন, অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য ভোটের প্রতিশ্রুতি জাতিকে দিয়েছে নির্বাচন কমিশন। আমরা মনে করি ইসির প্রতি দেশের মানুষের অকুণ্ঠ সমর্থন আছে। আমরা একটি ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন দিতে জাতিকে প্রতিশ্রুতি দিয়েছি। আমরা জানুয়ারি মাসে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদে উদ্যোগ নিয়েছি, বর্তমানে ডাটা এন্ট্রি চলছে।

এদিন ভোটার দিবসের উদ্বোধন ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার। এর পরই একটি বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়।