সাম্প্রদায়িক সম্প্রীতি সন্ত্রাসবাদ ও সামাজিক সমস্যা নিরসনে ঘাটাইলে আলোচনা সভা


মানুষে মামুষে সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠা, একে অপরের সাথে ভাতৃত্ব সৃষ্টি এবং স্থানীয় সামাজিক সমস্যা নিরসনে এক আলোচনা সভা টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলায় স্থানীয় পর্যায়ে অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার (২ মার্চ) সকালে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ইসলামিক ফাউন্ডেশন ও উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভার পূর্বে পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে এক শোভাযাত্রা উপজেলা চত্বরে অনুষ্ঠিত হয়।
ইসলামীক ফাউন্ডেশন ঘাটাইলের ফিন্ড অফিসার এস এম আনিসুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু সাঈদ।
প্রধান অতিথি হিসেবে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু সাঈদ বলেন, আহলান সাহলান পবিত্র মাহে রমজানের পবিত্রতা রক্ষায় উপজেলা পর্যায়ে সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠা করা প্রতিটি মুমিন দায়িত্ব ও কর্তব্য বিধায় এ জন্য দিনের বেলায় হোটেল রেস্তোরাঁ বন্ধসহ প্রকাশ্য পানাহার করা থেকে জনগনকে বিরত থাকতে হবে। স্থানীয় বাজারে দ্রব্য মূল্যের দাম সহনীয় পর্যায়ে রাখার জন্য ব্যাবসায়ীদের আহবান জানান।
এসময় আরোও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সাবরিন আক্তার, অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রকিবুল ইসলাম, মাওলানা মফিজুল হক, সিদ্দিকুর রহমান প্রমুখ।