টাঙ্গাইলে দাওরায়ে হাদীস মাস্টার্স’দের সমাপনী সংবর্ধনা 

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৮:৪৮ পিএম, বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৫ | ৪৭৫

টাঙ্গাইলে দাওরায়ে হাদীস (মাস্টার্স’দের ) সমাপনী সংবর্ধনা  দেয়া ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার তরুণ ওলামা কল্যাণ ফোরাম জেলা শাখার উদ্যোগে শিল্পকলা একাডেমিতে এ সংবর্ধনা দেয়া হয়।

এতে প্রধান মেহমান ছিলেন মোহাম্মদপুর জামিয়া রহমানিয়া আজিজিয়া’র শিক্ষা সচিব মুফতী আশরাফুজ্জামান।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মাওলানা শামছুজ্জামান, মুফতী আশরাফুজ্জামান কাসেমী, মাওলানা আব্দুল্লাহ আল মামুন, মুফতী শামছুল আলম, মাওলানা ফজলুল করিম, শামছুল ইসলাম, আরিফুল হক, রজব আলী প্রমুখ।

শেষে ৪০০ জনকে ক্রেস্ট প্রদান করা হয়। 

এসময় তরুণ ওলামা কল্যাণ ফোরামের অন্যন্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।