বগুড়ায় প্রশ্নফাঁসের অভিযোগে গ্রেপ্তার ৪

বগুড়া প্র‌তি‌নি‌ধি
প্রকাশিত: ০৪:৪৯ পিএম, রোববার, ১১ ফেব্রুয়ারী ২০১৮ | ৪৩৯
বগুড়ার সোনাতলায় এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে কিন্ডার গার্টেন স্কুলের পরিচালকসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
 
পুলিশ জানায়, শনিবার সকালে গণিত পরীক্ষা চলাকালে উপজেলার মহিচরন বহুমুখী উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে প্রশ্নপত্রসহ প্রথমে দুজনকে গ্রেপ্তার করা হয়।পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে রাতে অভিযান চালিয়ে আরও দুজনকে গ্রেপ্তার করা হয়।
 
গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার হাড়িয়াকান্দি গ্রামের বাদশা মণ্ডলের ছেলে শফিউর রহমান (২০), শিহিপুর (দক্ষিণপাড়া) গ্রামের আবদুর রশিদের ছেলে হারুন মিয়া (১৮), উপজেলার কর্পূর বাজারে অবস্থিত আমেনা কিন্ডার গার্টেন (কেজি) স্কুলের পরিচালক আমিরুল ইসলাম (৩৫) এবং সৈয়দ আহম্মদ কলেজের ডিগ্রি প্রথম বর্ষের ছাত্র রাকিব হোসেন (২০)।
 
তাদের মধ্যে সকালে আটক দুজনের বিরুদ্ধে মামলা দিয়ে কারাগারে পাঠানো হয়েছে।বাকি দুজনকেও কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে পুলিশ জানিয়েছে।
 
সোনাতলা থানার উপপরিদর্শক (এসআই ) সোহেল রানা জানান, ওই চারজন প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িত বলে স্বীকার করেছে।
এব্যাপা‌রে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম বলেন, সকালে গ্রেপ্তার দুজনকে জেলহাজতে পাঠানো হয়েছে