ঘাটাইলে শাজাহান আকন্দ ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি প্রদান

ঘাটাইল প্রতিনিধি
প্রকাশিত: ০৮:২০ পিএম, মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২৫ | ৩৪৩

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় কে, নাগবাড়ি উচ্চ বিদ্যালয় মাঠে মঙ্গলবার শাজাহান আকন্দ ফাউন্ডেশনের পক্ষ থেকে প্রতি বছরের ন্যায় এবারো বৃত্তি প্রদান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।

মো.শামীম মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা ময়মনসিংহ অঞ্চলের উপ-পরিচালক মোহাঃনাসির উদ্দিন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঘাটাইল উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ শফিকুল ইসলাম, শাজাহান আকন্দ ফাউন্ডেশনের সহ সভাপতি মোঃ ফারুকুল ইসলাম ফারুক,পাকুটিয়া স্কুল এন্ড কলেজের সাবেক সহকারী শিক্ষক কাজী আব্দুল বারী,মুকুল একাডেমি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ তাহাজ্জত হোসেন,কে,নাগবাড়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জিবুন নেছা,চৈথট্র উচ্চ বিদ্যালয়েরসহ সাংবাদিক বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রী ও অভিভাবকসহ সমাজের বিশিষ্ট ব্যক্তিরা।

এ বছর ১ম শ্রেণি থেকে ১০ম শ্রেণি পর্যন্ত এ (+) প্লাস প্রাপ্ত সকল ছাত্রছাত্রীদের মাঝে পুরস্কার প্রদান, সনদ বিতরণ ও নগদ অর্থ প্রদান করা হয়।

এ সময় শাজাহান আকন্দ ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. শামীম মিয়া বলেন, আমার পিতা মরহুম শাজাহান আকন্দ একজন সেনাবাহিনীর কর্মকর্তা হয়েও অত্যন্ত সাদামাটা ও সহজ-সরল সদা হাস্যোজ্জ্বল সাদা মনের মানুষ ছিলেন। জীবনে কখনোই তাকে নীতি ও আদর্শ থেকে বিচ্যুত হতে দেখিনি। আপনারা আমার বাবার জন্য প্রাণভরে মন থেকে দোয়া করবেন এবং সেই সঙ্গে আমি যেন ভবিষ্যতেও আরো বৃহৎ পরিসরে বৃত্তি প্রদান সহ-সমাজের অসহায় হতদরিদ্র মানুষের পাশে থেকে সেবা প্রদান করতে পারি আমার জন্য দোয়া করবেন। ভবিষ্যতেও এ উদ্যোগ অব্যাহত থাকবে।