অগ্রণী ব্যাংকের লেখকদের বইয়ের মোড়ক উন্মোচন উৎসব

স্টাফ রিপোর্টার
প্রকাশিত: ০২:০৬ পিএম, রোববার, ১১ ফেব্রুয়ারী ২০১৮ | ৪৯৫

বাংলা একাডেমির কবি শামসুর রাহমান সেমিনার কক্ষে গত ৯ ফেব্রুয়ারি২০১৮ বিকেল পাঁচ টায় অমর একুশে গ্রন্থমেলা ২০১৮ উপলক্ষে অগ্রণীব্যাংক লিমিটেড এ কর্মরত বাংকার কবি-লেখকদের ১৩টি বইয়ের একসাথে উৎসবমুখর পরিবেশ পাঠকদের জন্য পাঠ উন্মোচন অনুষ্ঠান আয়োজিত হয়েছে । 

অনুষ্ঠানটি আয়োজন করে "অগ্রণী সাহিত্য-সাংস্কৃতিক সমাবেশ" নামে অগ্রণী ব্যাংক লিমিটেড এর সাহিত্য-সংস্কৃতি বিষয়ক সংগঠনটি ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অগ্রণী ব্যাংক লিমিটেড এর পরিচালানা পর্ষদের চেয়ারম্যান, অর্থনীতিবিদ, গবেষক ড. জায়েদ বখত এবং ব্যাংকটিরব্যবস্থাপনা পরিচালক ও সিইও, ড. এস ওয়াজেদ মিয়া পুরস্কারপ্রাপ্ত সেরা ব্যাংকার মোহম্মদ শামস্-উল ইসলাম ।

আরও উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা, পানি ও পরিবেশ বিজ্ঞানের অধ্যাপক ড. মোস্তফিজুর রাহমান এবং অগ্রণী ব্যাংক লিমিটেড এর উপব্যবস্থাপনা পরিচালকবৃন্দ সহ উদ্ধর্তন নির্বাহীবৃন্ধ ।

উক্ত মোড়ক উন্মোচন অনুষ্ঠানে যেসব বইয়ের মোড়ক উন্মোচন করা হয় :

১. পুষ্পিত কানন - শিশু কিশোরদের গল্প - লেখক মো: আজিজুল হক ।

প্রকাশনায় : সাড়া প্রকাশনী ।

২. মধুমতির পুন্য তীর্থ তীরে - কবিতা - কবি মো: আজিজুল হক ।

প্রকাশনায় : সাড়া প্রকাশনী ।

৩. ইমোশনাল সুপারহিরো - ফিকশন - লেখক রাসয়াত রহমান জিকো ।

প্রকাশনায় : চৈতন্য প্রকাশনী ।

৪. মেঘরাঙা মন - উপন্যাস - লেখক আহমেদ উল্লাহ ।

প্রকাশনায় : রোদেলা প্রকাশনী ।

৫. লেবুর গন্ধের মতো - কবিতা - কবি হোসনে আরা জাহান ।

প্রকাশনায় : অনন্যা প্রকাশনী ।

৬. মরীচিকা - উপন্যাস- লেখক আলমগীর হোসেন আবীর ।

প্রকাশনায় : সুলেখা প্রকাশনী ।

৭. তুমি আমার নন্দিনী - উপন্যাস- লেখক আলমগীর হোসেন আবীর ।

 প্রকাশনায় : সুলেখা প্রকাশনী ।

৮. জল  জোৎস্নার প্রেম - কবিতা - কবি হোসনে আরা বেগম ।

প্রকাশনায় : নন্দিতা প্রকাশনী ।

৯. কাঁচা মাটির ঘর - কবিতা - কবি সাজ্জাদ খান । 

প্রকাশনায় : বিভাস প্রকাশনী ।

১০. এবং সুন্দরীতমা - কবিতা - কবি সাকিব জামাল । 

প্রকাশনায় : আদিত্য অনীক প্রকাশনী ।

১১. যেখানে মেঘ কখনো বৃষ্টি হয়ে ঝরে না  - গল্প - লেখক মফিজুল হক । 

প্রকাশনায় : দেশ পাবলিকেশন্স ।

১২. তালুকদারি চাংগে - ছড়া - ছড়াকার এম এ মজিদ তালুকদার ।

প্রকাশনায় : বিভাস প্রকাশনী ।

১৩. জোছনা ফিরে এসেছে বাবা ফিরে আসেনি - কবিতা - কবি মিরাজুল আলম ।

প্রকাশনায় : কথা প্রকাশ ।

কবিতা আবৃত্তি এবং মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনার মাধমে অনুষ্ঠান সমাপ্ত হয় রাত নয়টায় । 

কবিতা পাঠ করেন কবি আহমেদ উল্লাহ, সাকিবজামাল এবং মিরাজুল আলামসঙ্গীত পরিবেশন করেন মাফুজার রহমান এবং ফরহাদ মিল্টন ।  

অনুষ্ঠানটি শ্রোতা এবং দর্শকদের কাছে বেশউপভোগ্য হয় এবং সবাই ছিলেন অগ্রণী ব্যাংক লিমিটেড এর কর্মকর্তা-কর্মচারী । ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বলেন - এককথায় , বাপের বাপ !