মুক্তি পেয়েছেন ভারতে আটক থাকা ৯০ জেলে ও নাবিক

আলোকিতপ্রজন্ম ডেস্ক
প্রকাশিত: ০৯:৪২ পিএম, রোববার, ৫ জানুয়ারী ২০২৫ | ৩৫৮

ভারতে আটক থাকা ৯০ জন বাংলাদেশী জেলে/নৌকর্মী এবং বাংলাদেশে আটক ৯৫ জন ভারতীয় জেলে/নৌকর্মীকে পারস্পরিক হস্তান্তর কার্যক্রম সম্পন্ন হয়েছে। রোববার (৫ জানুয়ারি) দুপুরে পশ্চিমাঞ্চলীয় আন্তর্জাতিক জলসীমায় এ হস্তান্তর হয় বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বাংলাদেশ কোস্ট গার্ড ভারতীয় কোস্ট গার্ডের কাছ থেকে ৯০ জন বাংলাদেশী জেলে/ নৌকর্মীকে গ্রহণ করে এবং ৯৫ জন ভারতীয় জেলে নৌকর্মীকে ভারতীয় কোস্ট গার্ডের নিকট হস্তান্তর করে। একইসঙ্গে দুই দেশের আটককৃত নৌযানগুলোর হস্তান্তরও সম্পন্ন হয়েছে। বাংলাদেশের ‘এফভি লায়লা-২’ এবং ‘এফভি মেঘনা-৫’ নামের দুটি ফিশিং ভেসেল ফেরত আনা হয়েছে। অন‌্যদিকে, ভারতের ছয়টি ফিশিং বোট ফিরিয়ে দেয়া হয়েছে।