ধনবাড়ীতে সুদমুক্ত ক্ষুদ্র ঋণ কার্যক্রমের সফল বাস্তবায়ন বিষয়ক প্রশিক্ষণ

ধনবাড়ী (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ০৩:১৪ পিএম, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪ | ৩৮৭

টাঙ্গাইলের ধনবাড়ীতে ২০২৪-২৫ অর্থ বছরে পল্লী সমাজ সেবা কার্যক্রমের আওতায় সুদমুক্ত ক্ষুদ্র ঋণ কার্যক্রমের সফল বাস্তবায়ন বিষয়ক প্রশিক্ষণ ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৬নভেম্বর ) দুপুরে ধনবাড়ী উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা সমাজ সেবা কর্যালয়ের আয়োজনে এ সেমিনার অনুষ্ঠিত হয়। 

উপজেলা সমাজ সেবা কর্মকর্তা ইসমাইল হোসেনের সঞ্চালনায়  সেমিনারে সভাপতিত্ব করেন ধনবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সাঈদ। 

এসময় টাঙ্গাইল জেলা সমাজ সেবা কার্যালয়ের উপ-পরিচালক মো: তৌহিদুল ইসলাম, সহকারী পরিচালক মাহবুবুল আলম খাসনবীশ, সহকারী পরিচালক মিজানুর রহমান,ধনবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান, সহ সভাপতি সৈয়দ সাজন আহম্মেদ রাজু ও সাংবাদিক পলাশ ইসলামসহ অন্যরা।