বাংলাদেশ ছাত্র ফেডারেশনের টাঙ্গাইল পৌর কমিটি গঠিত

সভাপতি  আদিবা হুমায়রা ও সম্পাদক মুনিম

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৫:৫৫ পিএম, সোমবার, ১৮ নভেম্বর ২০২৪ | ৪৬৩
বাংলাদেশ ছাত্র ফেডারেশন টাঙ্গাইল পৌর শাখার আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এতে আদিবা হুমায়রাকে আহবায়ক ও আবদুল্লাহু আল মুনিমকে সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়। এতে দুটি সদস্য পদ ফাঁকা রাখা হয়েছে।
 
সোমবার দুপুরে বাংলাদেশ ছাত্র ফেডারেশন টাঙ্গাইল জেলা শাখার কার্যালয়ে এ কমিটি ঘোষণা করা হয়।

কমিটির অন্য সদস্যরা হলেন- যুগ্ম আহবায়ক আনিকা রহমান, যুগ্ম সম্পাদক তাসফির আনোয়ার মাহি, সদস্য অনিক হাসান, মোনায়েম খান, শিশির, শ্রাবনী, জামিল।

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্র ফেডারেশন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক সৈকত আরিফ, বাংলাদেশ ছাত্র ফেডারেশন টাঙ্গাইল জেলা শাখার সভাপতি ফাতেমা রহমান বীথি, প্রচার সম্পাদক তাওহীদা স্বপ্নীল, দপ্তর সম্পাদক প্রেমা সরকারসহ অন্যান্য সদস্যবৃন্দরা।