মির্জাপুরে বাল্য বিয়ে প্রতিরোধে সচেতন

কিশোরীদের প্রীতি ফুটবল ম্যাচ ও বাইসাইকেল বিতরণ

মির্জাপুর প্রতিনিধি
প্রকাশিত: ০৫:৫৪ পিএম, শনিবার, ১০ ফেব্রুয়ারী ২০১৮ | ৭২৭

মির্জাপুরে উপজেলা নির্বাহী অফিসারের উদ্যেগে বাল্য বিয়ে প্রতিরোধে সচেতনতা সৃষ্টির লক্ষে স্কুল পড়–য়া শিক্ষার্থীদের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে সদরের পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।

অন্যদিকে বাল্য বিবাহ প্রতিরোধ ও সচেতনতা বৃদ্ধিতে উল্লেখযোগ্য ভূমিকা রাখায় তিন স্কুল পড়–য়া কন্যা সাহসিকার মধ্যে বাইসাইকেল বিতরণ করা হয়েছে।

জানা গেছে, মির্জাপুর উপজেলা নির্বাহী অফিসার ইসরাত সাদমীনের ব্যতিক্রমধর্মী কাজের মধ্যে অন্যতম একটি হচ্ছে তার কার্যালয়ে কন্যা সাহসিকা সেল খোলা। এই সেলট মুলত এলাকরর কিশোরীদের সামাজিক সচেতনতা ও বাল্য বিবাহ প্রতিরোধ ও সচেতনতা বৃদ্ধির লক্ষে কাজ করে থাকে।

এই সেলের মাধ্যমে উপজেলার বিভিন্ন বিদ্যালয়ে ছাত্রীদের বাল্য বিবাহ বন্ধে নানাভাবে সচেতন করে তুলছেন। সেই কাজের ধারাবাহিকতায় শনিবার বিকেলে মির্জাপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের আন্ত:শ্রেণির ছাত্রীদের নিয়ে অপরাজিতা বনাম আনন্যা একাদশ নামে প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়।

খেলায় অপরাজিতা একাদশকে আনন্যা একাদশ ১-০ গোলে পরাজিত করে। এতে প্রধান অতিতি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ইসরাত সাদমীন।

খেলার বিরতিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত সাদমীন বাল্য বিবাহ প্রতিরোধ ও সচেতনতা বৃদ্ধিতে ভূমিকা রাখায় দেওহাটা এ জে উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী ফারিয়া আক্তার, সদরের এস কে পাইলট উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী খাদিজা আক্তার এবং পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী ইসরাত জাহান ভাবনাকে ‘কন্যা সাহসিকা’ নামে একটি করে বাইসাইকেল তুলে দেন।

পরে খেলা শেষে বিজয়ী অনন্যা দলের হাতে ট্রফি তুলে দেন অতিথিবৃন্দ। এসময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুলতান উদ্দিন, পরিচালনা পরিষদের সদস্য বিকাশ গোস্বামী, আনোয়ার হোসেন, উপজেলা সমবায় কর্মকর্তা আমেনা পারভীন, মির্জাপুর উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আল মামুন খান ও টাঙ্গাইল জেলা নারী ফুটবল দলের টিম ম্যানেজার কামরুন নাহার খান মুন্নি উপস্থিত ছিলেন।

শামসুল ইসলাম সহিদ/পিএইচ