গোপালপুরে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে বৃক্ষরোপণ কর্মসূচি

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ০৫:১৩ পিএম, রোববার, ২৭ অক্টোবর ২০২৪ | ২৭৮
বাংলাদেশ জাতীয়তাবাদীর বিএনপি'র অন্যতম সংগঠন জাতীয়তাবাদী যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে টাঙ্গাইলের গোপালপুরে বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ  আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 
 
রবিবার গোপালপুর উপজেলা যুবদলের ও পৌর যুবদলের উদ্যোগে গোপালপুর থানা চত্বরে এ প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়।
 
এ সময় বিএনপি'র কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক ও সাবেক যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু ভিডিও কলের মাধ্যমে গোপালপুর এর নেতাকর্মীদের গুরুত্বপূর্ণ নির্দেশনা ও যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে শুভেচ্ছা জ্ঞাপন করেন।
 
বক্তব্যে বর্তমান সরকারের কাছে দাবি জানিয়ে অতি দ্রুত নির্বাচন দেওয়ার এবং বিএনপি'র নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়।
 
এ সময় বক্তারা সাবেক উপমন্ত্রী অ্যাডভোকেট আব্দুস সালাম পিন্টুর মুক্তির দাবিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বক্তব্য তুলে ধরেন। 
 
উপজেলা যুবদলের আহ্বায়ক সাইফুল ইসলাম তালুকদার লেলিন এর সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি খন্দকার জাহাঙ্গীর আলম রুবেল।
 
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী লিয়াকত, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ আমিনুল ইসলাম, শহর বিএনপির সভাপতি খালিদ হাসান উঠান, উপজেলা বিএনপির সহ-সভাপতি জাহাঙ্গীর হোসেন সাবেক চেয়ারম্যান, স্বেচ্ছাসেবক দলের সভাপতি জাকির হোসেন প্রিন্স, মহিলা দলের সভাপতি নাজমা পারভীন, ছাত্রদলের সভাপতি রোমান আহমেদ।
 
গোপালপুর উপজেলার যুবদলের সদস্য সচিব বদিউজ্জামান বাদল এর সঞ্চালনায় উপজেলা