গোপালপুরে ডেইরি ফার্ম মালিক সমিতির কমিটি গঠন

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি 
প্রকাশিত: ০২:২৩ পিএম, রোববার, ২৯ সেপ্টেম্বর ২০২৪ | ৩০০
টাঙ্গাইলের গোপালপুরে উপজেলা ডেইরি ফার্ম মালিক সমিতির নবাগত কমিটি গঠন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
 
রবিবার (২৯ সেপ্টেম্বর) সকালে গোপালপুর উপজেলা ডেইরি ফার্ম মালিক সমিতির আয়োজনে খন্দকার জাহাঙ্গীর আলম রুবেল এর বাড়িতে নবাগত কমিটির পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 
 
উক্ত আলোচনা সভায় বক্তারা ডেইরি ফার্ম মালিকদের বিভিন্ন সুযোগ সুবিধা ও সহযোগিতার কথা উল্লেখ করে বলেন, গবাদি পশুর খাদ্য দাম বৃদ্ধি হওয়ার কারণে ডেইরি ফার্মের দিন দিন সংখ্যা কমে যাচ্ছে, তাই আমাদের গো খাদ্য উৎপাদনশীল খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হতে হবে।
 
এ সময় গোপালপুর উপজেলার ডেইরি ফার্ম মালিক সমিতির নবাগত কমিটির সভাপতি খন্দকার রোকনুজ্জামান রঞ্জু, এবং সাধারণ সম্পাদক রাকিবুল হাসান, কে করে ডেইরি ফার্ম মালিক সমিতির কার্যনির্বাহী কমিটির ২৩ জন সদস্য নিয়ে কমিটি গঠন করা হয়।