পরিচ্ছন্ন মির্জাপুর গড়তে ফুটপাত দখলমুক্ত ও ডাস্টবিন স্থাপন


টাঙ্গাইলের মির্জাপুর পৌরশহরে যানজট নিরসনে ফুটপাত দখলমুক্ত ও পরিচ্ছন্ন মির্জাপুর গড়তে গুরুত্বপুর্ণ বিভিন্ন স্থানে ডাস্টবিন স্থাপন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক মাসুুদুর রহমান উপস্থিত থেকে ফুটপাত দখলমুক্ত ও ৩০ টি ডাস্টবিন স্থাপন করেন। এছাড়াও মিনি বাস, অটোরিকশা, সিএনজি, লেগুনা, টার্মিনালসহ কিছু নিদিষ্ট স্থানে রাখার নির্দেশ প্রদান করেন।
এসময় পৌর নির্বাহী কর্মকর্তা আব্দুস সালাম, মির্জাপুর বাজার বণিক সমিতির সভাপতি গোলাম ফারুক সিদ্দিকী, পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলরবৃন্দ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক জুবায়েদ ইসলাম নিঝুম, সিফাত মৃধা, ইমন সিদ্দিকী, বৈষম্যবিরোধী সামাজিক সংগঠনের সমন্বয়ক মো. লাভলু মিয়া, সোহাগ মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।