মির্জাপুরে বিএনপির মিছিলে পুলিশের বাধা

মির্জাপুর প্রতিনিধি
প্রকাশিত: ০৬:০৯ পিএম, শুক্রবার, ৯ ফেব্রুয়ারী ২০১৮ | ৩৩২১

টাঙ্গাইলের মির্জাপুরে পুলিশের বাধার মুখে বিএনপির মিছিল পন্ড। দলীয় কার্যালয়ের সামনেই সংক্ষিপ্ত সমাবেশ।

দুর্নীতি মামলায় খালেদা জিয়ার সাজার প্রতিবাদে শুক্রবার বিকেলে উপজেলা বিএনপি বিক্ষোভ মিছিল করার চেষ্টা করলে পুলিশ তাতে বাধা দেয়।

পুলিশি বাধার মুখে বিএনপি কর্মসূচী সংক্ষিপ্ত করে দলীয় কার্যালয়ের সামনেই সমাবেশের আয়োজন করা হয়। এতে বক্তৃতা করেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির শিশু বিষয়ক সম্পাদক ও মির্জাপুর উপজেলা বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ সিদ্দিকী,সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম নয়া, পৌর বিএনপির সভাপতি হজরত আলী মিঞা, সাধারণ সম্পাদক জুলহাস মিয়া, জেলা বিএনপি নেতা ফিরোজ হায়দার খান, আব্দুল কাদের শিকদার, শফিকুল ইসলাম ফরিদ, ফরিদ মিয়া, আরিফুজ্জামান শাহিন প্রমুখ।

শামসুল ইসলাম সহিদ/পিএইচ