টাঙ্গাইলে ওলামালীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৩:৫৬ পিএম, শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪ | ৪০২

টাঙ্গাইল জেলা সদর মডেল মসজিদের ইমাম পদে ওলামালীগ নেতা মুফতি মুজাম্মিল হক নূরীর নিয়োগ বাতিলের দাবিতে শুক্রবার(১৩ সেপ্টেম্বর) বাদ জুমআ’ মানববন্ধন কর্মসূচি পালন করেছে স্থানীয় মুসল্লিরা।

মানববন্ধন চলাকালে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- জেলা জামায়াতের আমীর আহসান হাবীব মাসুদ, অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা ফজলুল হক, মুসল্লি মো. সোহেল, মিলন চৌধুরী, নাঈম হোসাইন রিপন প্রমুখ। সার্বিক তত্ত¡াবধানে ছিলেন, বিএনপি নেতা অ্যাডভোকেট সৈয়দ সাইফুল আলম টিটু।

বক্তারা বলেন, টাঙ্গাইল জেলা প্রশাসন জেলা সদর মডেল মসজিদের ইমাম পদে তিন দফায় নিয়োগ বিজ্ঞপ্তি দেয়। প্রতিবারই পরীক্ষায় বর্তমান ইমাম হাফেজ মুফতি মাওলানা নুর মোহাম্মদ প্রথম হয়। কিন্তু জেলা ওলামালীগের নেতা আবু হানিফের জামাতা মুফতি মুজাম্মিল হক নূরীকে নিয়োগ দিতে প্রশাসনের পক্ষ থেকে প্রহসন করা হয়। সর্বশেষ গত জুলাই মাসে সর্বোচ্চ অনিয়ম-দুর্নীতি ও প্রহসনের মাধ্যমে আওয়ামী ফ্যাসিস্টরা তাকে নিয়োগ দেয়। তারা অবিলম্বে ওই নিয়োগ বাতিল করে বর্তমান ইমাম হাফেজ মুফতি মাওলানা নুর মোহাম্মদকে নিয়োগ দেওয়ার দাবি জানান।