টাঙ্গাইলে সাংবাদিকের হাত-পা ভেঙে ফেলা ও প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার সাগরদীঘি ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা হাবিবুল্লাহ বাহারের বিরুদ্ধে দুর্নীতির সংবাদ প্রকাশ করায় ঘাটাইল প্রেসক্লাবের সাধারন সম্পাদক মাসুম মিয়ার হাত-পা ভেঙে ফেলা ও প্রাণনাশের হুমকির প্রতিবাদ ও তার শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরে ঘাটাইল প্রেসক্লাবের উদ্যোগে উপজেলা পরিষদের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন, ঘাটাইল প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ কামাল হোসেন, শ্রমীক দলের আহবায়ক সুফি সিদ্দিকী, টাঙ্গাইলের ছাত্র সমন্বয়ক রকিবুল ইসলাম রাকিব, পৌর বিএনপি’র সহ-সভাপতি আজহারুল ইসলামসহ আরও অনেকেই।
বক্তারা বলেন, সাংবাদিককে প্রাণনাশের হুমকিদাতা দুর্নীতিবাজ চেয়ারম্যান হাবিবুল্লাহকে দ্রুত অপসারণ করতে হব। তাকে দ্রুত আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করতে হবে। না হলে বড় ধরনের আন্দোলনের হুশিয়ারি দেন বক্তারা।
সাগরদীঘি ইউপি চেয়ারম্যান হাবিবুল্লাহ বাহার বলেন, আমার বিরুদ্ধে আনীত অভিযোগ মিথ্যা।