ধনবাড়ীতে ২০ কেজি গাঁজাসহ আটক এক
টাঙ্গাইলের ধনবাড়ীতে ২০ কেজি গাঁজা সহ এক মাদক ব্যবসায়ীকে আটক করছে ধনবাড়ী থানা পুলিশ।
গত শুক্রবার (১৩জুলাই) রাতে থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই জাহাঙ্গীর আলম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে উপজেলার মুশুদ্দি ইউনিয়নের মুশুদ্দি পূর্বপাড়া থেকে মজনু শেখ(৫১) কে হাতে নাতে ২০ কেজি গাঁজা সহ আটক করেন।
আটককৃত মজনু শেখ(৫১) ওই এলাকার আব্দুল বারেক শেখের ছেলে।
এস আই জাহাঙ্গীর আলম জানান, দীর্ঘদিন যাবত মজনু শেখ ও তার বাবা আব্দুল বারেক শেখ মাদক ব্যবসা করে আসছিলো। মজনু শেখ কে ২০ কেজি গাঁজা সহ আটক করে মাদক আইনের মামলায় তাকে আদালতে প্রেরন করা হয়েছে।
এ ব্যাপারে ধনবাড়ী থানার ওসি মোঃ হাবিবুর রহমান জানান, মাদক ব্যবসায়ী মজনু শেখ কে জেল হাজতে পাঠানো হয়েছে। থানা এলাকায় মাদকের এ অভিযান অব্যাহত থাকবে।