বগুড়ায় অাওয়ামীলীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ


বগুড়ায় নৈরাজ্য, সন্ত্রাস ও জঙ্গিবাদের প্রতিবাদে বিশাল মিছিল এবং সমাবেশ করেছে জেলা আওয়ামী লীগ। বুধবার বেলা ১২টার দিকে শহরের টেম্পল রোডের দলীয় কার্যালয়ের সামনে মিছিল বের করা হয়।
মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে জেলা, উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, কৃষক লীগ, শ্রমিক লীগ, যুব মহিলা লীগ, মহিলা আওয়ামী লীগ, পৌর আওয়ামী লীগের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন। এর আগে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, খালেদা জিয়ার মামলার রায়কে কেন্দ্র করে যেকোন ধরনের বিশৃঙ্খলা রাজপথে মোকাবেলায় দেশপ্রেমিক জনতা প্রস্তুত রয়েছে। জনগণের জানমালের ক্ষতি সাধনের অপচেষ্টা রুখে দিতে হবে। বগুড়ার শান্তিপূর্ণ পরিবেশ বিনষ্ট করার চেষ্টা করা হলে কঠোর হস্তে তা প্রতিরোধ করা হবে। বক্তারা যেকোন ষড়যন্ত্র মোকাবেলায় নেতাকর্মীদের প্রস্তুত থাকার আহবান জানান।
আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য ও বগুড়া জেলা সভাপতি আলহাজ্ব মমতাজ উদ্দিনের সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মজিবর রহমান মজনু, জেলা পরিষদ চেয়ারম্যান ডা: মকবুল হোসেন, আমানুল্লাহ আমান, মঞ্জুরুল আলম মোহন, আবু সুফিয়ান সফিক, মাফুজুল ইসলাম রাজ, মেয়র হেলাল উদ্দিন কবিরাজ, তৌহিদুর রহমান মানিক, আল রাজি জুয়েল, মাশরাফি হিরো, রফিকুল ইসলাম, সামছুদ্দিন শেখ হেলাল, শুভাশীষ পোদ্দার লিটন, আমিনুল ইসলাম ডাবলু, আলমগীর বাদশা, মঞ্জুরুল হক মঞ্জু, শাহাদত হোসেন শাহীন, শেখ শামীম, সাজেদুর রহমান সাহীন, জুলফিকার রহমান শান্ত, লাইজিন আরা লিনা, ডালিয়া নাসরিন রিক্তা, সৈয়দ সার্জিল,আমিনুল ইসলাম প্রমুখ।
খালিদ হাসান/পিএইচ