বেনাপোলে জাতীয় সাংবাদিক সংস্থার উপজেলা কমিটির পরিচিতি সভা 

বেনাপোল প্রতিনিধি
প্রকাশিত: ১১:০৪ পিএম, মঙ্গলবার, ৭ নভেম্বর ২০২৩ | ৫৬২
যশোরের বেনাপোলে জাতীয় সাংবাদিক সংস্থার শার্শা উপজেলা কমিটির পরিচিতি ও বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
 
মঙ্গলবার (৭ নভেম্বর) বেনাপোল বাজারের দি সান রুফ হোটেলে এ বর্ধিত সভায় এ কমিটি ঘোষণা করা হয়। নতুন এই কমিটির সভাপতি মো. মাহামুদুল হাসান বাবু এবং সাধারণ সম্পাদক মো. সুমন হোসাইন।
 
সভায় জাতীয় সাংবাদিক সংস্থার শার্শা উপজেলা  শাখার সভাপতি মো. মাহামুদুল হাসান বাবুর সভাপতিত্বে বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় সাংবাদিক সংস্থার চেয়ারম্যান লায়ন মো. নুর ইসলাম।
 
আরও উপস্থিত ছিলেন, মহাসচিব খন্দকার মাসুদুর রহমান টিপু। কমিটির সহ-সভাপতি মোঃ মারুফ হোসেন, সহ-সভাপতি জহিরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জয়নাল আবেদিন, সাংগঠনিক সম্পাদক মোঃ শফিকুল ইসলাম, প্রচার সম্পাদক মোঃ হাসানুজ্জামান, মোঃ রবিউল ইসলাম, টিটু মিলন, মোঃ শাহারুল ইসলাম রাজ, শাহাবুদ্দীন, মো. নুর ইসলাম।