যৌতুক না পাওয়ায় প্রতিবন্ধী স্ত্রীকে হত্যা


বগুড়ায় যৌতুকের দাবী পুরণ করতে না পারায় সাফী আকতার দীনা (২১) নামের এক প্রতিবন্ধী স্ত্রীকে হত্যা করার অভিযোগ উঠেছে।জানাযায়, গত শনিবার মধ্যরাতে বগুড়ার কাহালু উপজেলার পাল্লাপাড়া গ্রামে হৃদয় বিদারক এ ঘটনাটি ঘটে। নিহত দীনা শাজাহানপুর উপজেলার ডুমুনপুকুর সোনারপাড়া গ্রামের মোঃ দুলাল মিয়ার মেয়ে।
সংশ্লিষ্ট সুত্রে জানাযায়, সৌদি প্রবাসী দুলাল মিয়ার প্রতিবন্ধি মেয়ে সাফী আকতার দীনা (২১) কে প্রায় ২ বছর আগে বিয়ে করে কাহালু উপজেলার পাল্লাপাড়া গ্রামের জাহাঙ্গীর হোসেনের ছেলে শাহীন হোসেন (বাবু)। দাম্পত্য জীবনে তাদের ১ বছর বয়সী দিশামনি নামে একটি কন্যা সন্তান রয়েছে। নিহত দীনার মা হাফেজা খাতুন জানান, মেয়ে প্রতিবন্ধী হওয়ায় প্রায় ২ লক্ষ টাকা, ৯ ভরি স্বর্ণ, অর্ধ লক্ষ টাকা মুল্যমানের ফ্রীজ এবং প্রায় ২ লক্ষ টাকার ফার্ণিচার ও সাংসারিক জিনিষপত্র যৌতুক দেয়া হয়। কিন্তু বাবা সৌদি প্রবাসী হওয়ায় দীনার ন্বামী কিছুদিন যাবত আরও ৩ লক্ষ টাকা যৌতুক দাবী করে আসছিল।
এসব কারনে মেয়েকে অত্যাচার নির্যাতন করে আসছিল। কিন্তু টাকা দিতে অপারগতা প্রকাশ করায় হঠাৎ রবিবার ৪ ফেব্রুয়ারী সকালে ফোন আসে দীনা গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছে। তিনি আরও জানান, প্রতিবন্ধী দীনার বাম হাত ও বাম পা অবোশ ছিল। সুতরাং কোন কিছুতে রশি লাগিয়ে ফাঁসি দেয়ার মতো সামর্থ্য দীনার নেই।
পরিবার ও স্বজনরা জানান, ফোন পেয়ে সেখানে গেলে তারা দেখতে পায়, দীনার লাশ বারান্দায় রেখে স্বামী শহিীন ও পরিবারের লোকজন ঘড়ে তালা লাগিয়ে পলাতক রয়েছে। অনেক খোজাখুজি করেও দীনার স্বামীর পরিবারের লোকজনকে পাওয়া না গেলে তারা কাহালু থানার সহযোগীতা কামনা করে।
কাহালু থানার এসআই ডেভিড জানান, ফাসিতে জীবনাবসানের সংবাদ পেয়ে নিহতের ময়না তদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে এটি হত্যা নাকি আত্মহত্যা তা ময়না তদন্তের প্রতিবেদন হাতে পাবার পর বলা যাবে।