ঘাটাইলে দুর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে মতবিনিময় সভা

ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ০৪:১৫ পিএম, বুধবার, ১১ অক্টোবর ২০২৩ | ৫২৭

টাঙ্গাইলের ঘাটাইলে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন শৃঙ্খলা  সংক্রান্ত মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকালে ঘাটাইল থানার উদোগে এ সভায় বক্তব্য রাখেন গোপালপুর সার্কেল এসপি মোঃ মুনাদির ইসলাম চৌধুরী।

ঘাটাইল থানার ওসি মোহাম্মদ লোকমান হোসেনের সভাপতিত্বে সভায় ঘাটাইল থানা তদন্ত অফিসার সজল খান,ধলাপাড়া পুলিশ ফাঁড়ি ইনচার্জ ভীক্টর ব্যানার্জী,সাগরদিঘী পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ দুলাল আকন্দ, বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ ঘাটাইল উপজেলা শাখা সভাপতি অধীর চন্দ্র সাহা,সাধারণ সম্পাদক অমুল্য চন্দ্র আর্য্যসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সভায় বক্তরা জানান, পূজার সার্বিক নিরাপত্তার বিষয়ে নেয়া হয়েছে বিশেষ পরিকল্পনা। প্রতিটি পূজা মন্ডপে পর্যাপ্ত সংখ্যক আইনশৃঙ্খলার বাহিনীর সদস্য মোতায়েন করা হবে। পুলিশের পাশাপাশি র‌্যাব, আনসার সদস্যরাও দায়িত্ব পালন করবেন। এ ছাড়াও মোবাইল টিম ও সাদা পোশাকে আইনশৃঙ্খলার বাহিনীর সদস্যরা কাজ করবেন।